বুধবার, ১০ ডিসেম্বর, ২০১৪

অন্তর্ঘাতের তৃতীয় পর্যায়

অন্তর্ঘাতের তৃতীয় পর্যায়
-- শাকিরুল ইসলাম

অনুভূতি বিহীন নিথর মাংসপিণ্ড আমি
যাতে নেই অনুশোচনার দশমাংশ
অনুতাপ।
মায়ের শত
আশাকে মাটিতে মিশিয়েও
অনায়াসে মৃদু
মুখচ্ছবি নিয়ে দিব্যি ঘুরেবেড়াই
বাবার শত বকার পরেও যার প্রতিক্রিয়া
শুধুই হুম নামের একটি শব্দেই থেমে যায়
পরম সৌভাগ্য নিয়ে জন্মেছিলাম
নয়তো এখন আমার অন্তর্ঘাতের তৃতীয়
পর্যায়
না সেই অরিক্ত মুহর্ত আমাকে গ্রাস
করেনি
কেন এ ধ্রুব রক্তপাম্প নিয়ে বেচে আছি!
মনোবিকাশের নিউরেটিক
প্রতিক্রিয়া আজ মৃতপ্রায় আশা বলতে শুধুই
একটি দিন নিঃশব্দে বেচে থাকা
আজ আমার অন্তর্ঘাতের তৃতীয় পর্যায়
সূচনা বর্ণনা না পেরিয়েই উপসংহারে
আমি এসে দাড়িয়েছি হিমালয়ের
শেষপ্রান্তে
হয়তো কোন এক
আলতো স্রোতে ধেয়ে আসা হাওয়ার
তোড়ে
আমি হারিয়ে যাবো হিমালয়ের
পাদদেশে
তবু বলছি হারিয়ে যেতে দিওনা
বাচার জন্যই বেচে থাকা
হোক না তা অন্তর্ঘাতের তৃতীয় পর্যায়
[০১/১২/২০১৪]