বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০১৫

প্রশান্তি

প্রশান্তি
    __মোহাম্মদ শাকিরুল ইসলাম

মরতে চাইনা জীবনকে মুক্তি দিতে
মরতে চাইনা তোমাকে ভুলে যেতে
মরতে চাইনা পরাজিত হয়ে

খুব তুচ্ছ জিনিসের জন্য মরতে চাই
মরতে চাই একটা ঘাসফুলের জন্য
একফোটা অশ্রুর জন্য
এক মুঠোভরা বৃষ্টির জন্য

মরতে চাইনা আমি তোমার জন্য
মরতে চাইনা অপরাধী হয়ে
মরতে চাইনা তবু কবু

কবু তবু মরবো
মরতে চাই আমি
এক চিমটি প্রশান্তির জন্য।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন