প্রকৃতি প্রেমিরা একদিনের জন্য খুব সহজেই ঘুরে আসতে পারেন নদ ব্রহ্মপুত্র আর ময়মনসিংহ শহর থেকে।
রুটঃঢাকা মহাখালি-ময়মনসিংহ
সহজ ও সুবিধা জনক বাহনঃ এনা পরিবহন। এনার গাড়িগুলো ১০ মিনিট পরপর মহাখালী বাস টার্মিনাল থেকে ময়মনসিংহের উদ্দেশ্যে ছেড়ে যায় নিয়মিত। ভাড়া ২২০ টাকা নেবে। এছাড়া ট্রেনে যাবারও ব্যাবস্থা রয়েছে। কমলাপুর রেলস্টেশন থেকে ( যমুনা একপ্রেস, তিস্তা একপ্রেস, ব্রহ্মপুত্র একপ্রেস, অগ্নিবিণা, বিজয়) আন্তঃনগর ও বেশ কটি কমিউটার ট্রেন ছেড়ে যায়। ভাড়া ৪০-১৪০ টাকা।
ময়মনসিংহ পৌছে গেলে অটো রিক্সা অথবা রিক্সা করে চলে যেতে পারেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। এখানকার চির সবুজ প্রকৃতি পরিবেশকে যেন অন্য মাত্রায় নিয়ে গেছে। বিশ্ববিদ্যালয়য়ের প্রকৃতি কোনো ভাবেই আপনাকে নিরাশ হবার সুযোগ দেবে না। একে একে বিশ্ববিদ্যালয় চারপাস আর মিউজিয়াম গুলো ঘুরে ফেলতে পারেন। আম বাগান এর রাস্তা টা মিস করবেন না কোন ভাবেই।
ভার্সিটি এরিয়াতে জব্বারের মোড়ে খাবার দাবারের বেশ কিছু হোটেল আছে। দুপুরে এখানেই খেয়ে নিতে পারেন। ১০০ টাকার মধ্যেই হয়ে যাবে। খাওয়া শেষে পাসেই হেঁটে ভার্সিটি স্টেশনের প্লাটফর্মে বসে সবুজের মাঝে জিড়িয়ে নিতে পাড়েন।
দুপুর ২টার পরে ভার্সিটি বোটাক্যাল গার্ডেন খোলে। এরপর সোঁজা চলে আসবেন বোটানিক্যাল গার্ডেনে। নদের পাড় ঘেষে গড়ে ওঠা যায়গাটার পুরোটাই প্রবীন ও নবীন বৃক্ষে ভড়া। এছাড়াও আছে পেনিস অফ ভাউ নামে একটি প্রাচীন স্থাপনা। যার উচ্চতা ধারনা করে সঠিক বলা যায়। ১২ আথবা ১৫ তলা সমান হবে মনে হয় অথবা এরো বেশি। তবে এর ওপ্র থেকে দেখা যায় শহরের প্রায় একাংস। তবে এখানে উঠতে পারাটা একটা ব্যাপার বটে। তাছাড়াও অনুমোতি পাওয়াটাও ফ্যাক্ট।
এরপরে এখান থেকে বেরিয়ে পাসেই ঘাটে গিয়ে নৌকা নিয়ে বেশ কিছু সময় কাটাতে পারেন নদের বুকে। অথবা রিক্সা নিয়ে চলে আসতে পারেন ব্রহ্মপুত্র নদের তীরবর্তী পার্কএ। এখানে এসেও পালতোলা নোকোতে করে নৌকা বিলাসের আনন্দ নিতে পারেন। তবে এখানে ভার্সিটির তুলনায় কোলাহল একটু বেশি থাকে বিকেলের দিকে। আর নৌকা ভাড়াটাও একটু বেশি। ১ ঘন্টার জন্য ১২০-১৫০ টাকা।। পাশেই আছে শীল্পাচার্য জয়নুল আবেদিন সংগ্রহশালা। এখানে গিয়ে স্যারের চিত্রকর্মগুলো দেখে মুগ্ধ না হওয়ে পারবেন না।
এছাড়াও ময়মনসিংহতে যে সব দর্শনীয় স্থানসমূহ রয়েছে সেগুলো হলঃ
শশী লজ
বিপিন পার্ক
ময়মনসিংহ বড় মসজিদ
সাহেব পার্ক
ভাটি কাশর মসজিদ
কালী মন্দির
দূর্গা মন্দির
শিব মন্দির
লোকনাথের আশ্রম
মাসকান্দা পাদ্রি মিশন।
ঘুরতে ঘুরতে সন্ধ্যে হয়ে যাবে। এরপর আবারো চলে আসুন মাসকান্দা বাসস্টেন্ডে। তারপর ফিরতি বাসে করে ঢাকা পথে ......... (Collected)
রবিবার, ৬ আগস্ট, ২০১৭
ঘুরে আসুন ময়মনসিংহ | ময়মনসিংহের দর্শনীয় স্থান সমূহ
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন