সেদিন হয়তো খুব দূরে নয়, যখন
প্রেমে ব্যর্থতার কষ্ট বা দুর্ঘটনার দুঃসহ
স্মৃতি শুধু ট্যাবলেট মুখে পুরেই
ভুলে যাওয়া যাবে। মানুষের মস্তিষ্ক
থেকে এ ধরনের অনুভূতি, ভয় ও উৎকণ্ঠা দূর
করার জন্য বিশেষ ধরনের ওষুধ তৈরি করছেন
বিজ্ঞানীরা। এ ওষুধ এখন পরীক্ষার
স্তরে রয়েছে। তাঁরা আশা করছেন, এ ওষুধ
নিরাপত্তা ও নির্ভাবনার
অনুভূতি ছড়িয়ে দিয়ে দুঃখ বা ভয়ের
অনুভূতিকে চাপা দিয়ে দেবে।
ইউনিভার্সিটি অব পুয়ের্তোরিকোর স্কুল
অব মেডিসিনের বিজ্ঞানীরা জানান,
মানুষের মস্তিষ্ক সাম্প্রতিক কোনো কষ্টের
সঙ্গে অতীতের কষ্টকর অভিজ্ঞতার
সংযোগ স্থাপন করতে পারে। কিন্তু কষ্ট
ভোলার জন্য সব
স্মৃতিকে একত্রে মুছে ফেলতে পারে না।
কিন্তু ‘ব্রেন-ডিরাইভড নিউরোট্রোফিক
ফ্যাক্টর’ (বিডিএনএফ) নামের একটি বিষয়
মানুষের মস্তিষ্কে থাকে।
এটি যে পদ্ধতিতে কাজ
করে মনস্তাত্তি্বকরা তাকে ‘নির্বাপণ
বা লোপ প্রশিক্ষণ’ পদ্ধতি হিসেবে উল্লেখ
করেন। এ পদ্ধতিতে কষ্টের অনুভূতি বারবার
মনে করার মাধ্যমে মানুষ
অস্বস্তি থেকে মুক্তি পেতে চেষ্টা করেন।
গবেষকরা যে ওষুধ উদ্ভাবন করেছেন
তা বিডিএনএফের কার্যকারিতা বাড়াবে।
পরীক্ষা করে দেখতে ইঁদুরের ওপর এ ওষুধ
প্রয়োগ করেছেন তাঁরা। ইঁদুরগুলোর ভেতর
যন্ত্রণার
অনুভূতি তৈরি করতে হালকা বৈদ্যুতিক শক
দেওয়া হয়, পাশাপাশি উচ্চমাত্রায়
শোরগোল শোনানো হয়। পরে শুধু শোরগোল
শোনানোর সঙ্গেই শক
করা মনে করে ইঁদুরগুলো ভয়ে স্থির
হয়ে যায়। কিন্তু বিডিএনএফ দেওয়ার পর
দেখা যায় ভয়ের কথা তারা ভুলে গেছে।
গবেষকদের ধারণা, তাঁদের আবিষ্কার
মানুষের ফোবিয়া ভয় দূর করার জন্য নতুন
ধরনের চিকিৎসার পথ খুলে দেবে। এ
ছাড়া যুদ্ধক্ষেত্রের ভয়ঙ্কর অভিজ্ঞতার
চাপ বা ‘পোস্ট ট্রমাটিক স্ট্রেস
ডিজঅর্ডার’ (পিটিএসডি) এ
ভোগা সেনাদের চিকিৎসায়ও ব্যবহার
করা যাবে। যুক্তরাষ্ট্রের মানসিক
স্বাস্থ্যবিষয়ক ইনস্টিটিউটের
অর্থায়নে পরিচালিত গবেষণাটি ‘সায়েন্স’
নামের জার্নালে প্রকাশিত হয়।
দেহঃ স্বাস্থ্যবিষয়ক ফেসবুকভিত্তিক
পত্রিকা।
জিরো টু ইনফিনিটিঃ একটি মাসিক
বিজ্ঞান সাময়িকী।
শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০১৩
দুঃখ ভোলবার ওষুধ
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন