শনিবার, ২৬ জুলাই, ২০১৪

___দেশের টাকায় বিদেশী সম্পদ তৈরি হচ্ছে।


আজকের শিরোনামের বিষয় টা সত্যি খুব বেদনার।
___ বাংলাদেশে বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান BUET.
এই খানে প্রতি বছর প্রায় এক হাজার ছাত্র ভর্তি হয়।
তাহলে মোট পাচ টা ব্যাচ নিয়ে ৫হাজার শিক্ষার্থী।
যাদের সবার পেছনে প্রতি মাসে গড়ে ৫০ হাজার টাকা খরচ হয়। আর এই অর্থ আসে সরকারি তহবিল থেকে (খেটে খাওয়া মানুষের টাকা)
__ আচ্ছা তাহলে প্রতি মাসে মোট ৫হাজার জনের পিছনে খরচ হয় ৫০০০০*৫০০০=২৫০০০০০০০ টাকা।  অর্থৎ আড়াই কোটি টাকা।
___ আর সেই মেধাবী মুখ গুলো BUET এ পড়া শেষে প্রতিষ্ঠিত হওয়ার জন্য বিদেশে পাড়ি জমায়।
___ তারা কি আর দেশে ফিরে আসে???  অবশ্যই না।
__তাহলে বিষয় টা কি দাড়ালো?
দেশে টাকায় বিদেশের উন্নয়নের জন্য কিছু বিজ্ঞানী, আর্কিটেক্ট, প্রকৌশলী তৈরি করে দেয় বাংলাদেশ। <আফসোস>

Save #Gaza

Where is the humanity??  what happen in gaza. why we r quite??? 

বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০১৪

____ গরিব লোকেরা যাকাত দেয় আর ধনীরা নেয়।


শিরোনাম টা আসলে আমার দেওয়া না। আজ কে কোচিং এ পদার্থবিজ্ঞান ক্লাসের সেই বুয়েটিয়ান ভাইয়ের বলা।

কথাটির বিশাল অর্থ আছে।
আমরা যেই দেশে বাস করি।  হ্যা ভাই আমি বাংলাদেশের কথা বলছি। এই দেশে ভিক্ষুক,গরিব,মধ্যবিত্ত রা যাকাত দেয়।
এখন প্রশ্ন হলো কিভাবে দেয় তাই না?
উত্তর হচ্ছে সেই ভিক্ষুক চাল,তেল, নুন কিনে যে ভ্যাট দিয়ে থাকে তাই কিন্তু পায় সেই পেট মোটা ধনী লোকটি।
আর তারা যে যাকাত দেয় না তার উত্তম উদাহরণ হচ্ছে একজন মন্ত্রী।
সরকারী ভাবে মন্ত্রী কে কিন্তু সেই পাজেরো বা প্রাডো কার দেওয়া হয়েছে। কিন্তু সেই তিনি যখন বিদেশ থেকে বি এম ডব্লিউ কার আনেন তখন তার কোন ট্যাক্স দিতে হয় না। দেখানে গাড়িটির দাম ২ কোটি টাকা এবং ভ্যাট ৬০ হাজার টাকা।
কিন্তু বিষয় টি খতিয়ে দেখলে দেখা যায় যে গাড়ি টা তার শালার জন্য কিনে এনেছেন। আর সেই স্লালা তা দিয়ে গাড়ি ব্যাবসা শুরু করেছেন।
হায়রে দুনিয়া। আমরা কোথায় আছি।  :( :(

বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০১৪

IFTAR IN OLD DHAKA


Ramadan marks the month of fasting that
is observed by 86% of the 160 million
people in Bangladesh. The most notable
change in the streets can be seen in the
changing shopping habits of the people!
Even though restaurants are closed
during the day, they sell just as much
food serving “Iftar” (breaking of the fast
goodies!) and some even stay open for
Sehri ( the meal before dawn.) The
goodies of Iftar in Bangladesh and in Old
Dhaka (older historical part of the capital)
are mostly lentil based batter, grilled or
fried. The experience of simply being in
Old Dhaka before the breaking of the fast
stimulates ALL your senses! And here is
how…

Soaking in Atmospher
The Chawk Bazaar throbs with bustling
sound human multitudes and the street
venders screaming out slogans on top of
their voices, ‘boro baper polai khai,
thonga bhoira loiya jai’ (the big-shot’s
son could buy a full packet and eat it).
‘Boro Baaper Pola’ is a mixture of
chicken, chick-peas, puffed-rice etc that
suits the Bengali taste.
The air is redolent with strong aroma of
piled up heaps of iftar delicacies laid out
on large trays and bamboo-baskets. The
Chawk Bazaar is an age-old place for
traditional iftar market.
The entire span of road in front of Chawk
Bazaar Shahi Mashjid becomes a grand
fair of palpitating buyers oscillating
between open-air stalls that stretch out
in every corner of the street.

Ancient Pride

The Chawk Bazaar of Puran Dhaka is
renowned for its 400 years of traditional
iftar bazaar and heaven for meat-lovers!
A steaming hot plate of Haleem or a lofty
amount of Mutton Biryani are the most
enticing delicacies anyone could ask for.
Almost all the kiosks sell Haleem,
Chicken and Mutton Kebabs and Kheema
and Dum Biryani to ravenous diners but
Mohammed Rafique, son of Fakruddin
Munshi, can’t help but boast about his
Hyderabadi roots as he dishes out these
meaty Biryani and Haleem. The recipe
has been passed down from one
generation to the next and the taste has
been the same for centuries.