শিরোনাম টা আসলে আমার দেওয়া না। আজ কে কোচিং এ পদার্থবিজ্ঞান ক্লাসের সেই বুয়েটিয়ান ভাইয়ের বলা।
কথাটির বিশাল অর্থ আছে।
আমরা যেই দেশে বাস করি। হ্যা ভাই আমি বাংলাদেশের কথা বলছি। এই দেশে ভিক্ষুক,গরিব,মধ্যবিত্ত রা যাকাত দেয়।
এখন প্রশ্ন হলো কিভাবে দেয় তাই না?
উত্তর হচ্ছে সেই ভিক্ষুক চাল,তেল, নুন কিনে যে ভ্যাট দিয়ে থাকে তাই কিন্তু পায় সেই পেট মোটা ধনী লোকটি।
আর তারা যে যাকাত দেয় না তার উত্তম উদাহরণ হচ্ছে একজন মন্ত্রী।
সরকারী ভাবে মন্ত্রী কে কিন্তু সেই পাজেরো বা প্রাডো কার দেওয়া হয়েছে। কিন্তু সেই তিনি যখন বিদেশ থেকে বি এম ডব্লিউ কার আনেন তখন তার কোন ট্যাক্স দিতে হয় না। দেখানে গাড়িটির দাম ২ কোটি টাকা এবং ভ্যাট ৬০ হাজার টাকা।
কিন্তু বিষয় টি খতিয়ে দেখলে দেখা যায় যে গাড়ি টা তার শালার জন্য কিনে এনেছেন। আর সেই স্লালা তা দিয়ে গাড়ি ব্যাবসা শুরু করেছেন।
হায়রে দুনিয়া। আমরা কোথায় আছি। :( :(
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন