শনিবার, ২৬ জুলাই, ২০১৪

___দেশের টাকায় বিদেশী সম্পদ তৈরি হচ্ছে।


আজকের শিরোনামের বিষয় টা সত্যি খুব বেদনার।
___ বাংলাদেশে বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান BUET.
এই খানে প্রতি বছর প্রায় এক হাজার ছাত্র ভর্তি হয়।
তাহলে মোট পাচ টা ব্যাচ নিয়ে ৫হাজার শিক্ষার্থী।
যাদের সবার পেছনে প্রতি মাসে গড়ে ৫০ হাজার টাকা খরচ হয়। আর এই অর্থ আসে সরকারি তহবিল থেকে (খেটে খাওয়া মানুষের টাকা)
__ আচ্ছা তাহলে প্রতি মাসে মোট ৫হাজার জনের পিছনে খরচ হয় ৫০০০০*৫০০০=২৫০০০০০০০ টাকা।  অর্থৎ আড়াই কোটি টাকা।
___ আর সেই মেধাবী মুখ গুলো BUET এ পড়া শেষে প্রতিষ্ঠিত হওয়ার জন্য বিদেশে পাড়ি জমায়।
___ তারা কি আর দেশে ফিরে আসে???  অবশ্যই না।
__তাহলে বিষয় টা কি দাড়ালো?
দেশে টাকায় বিদেশের উন্নয়নের জন্য কিছু বিজ্ঞানী, আর্কিটেক্ট, প্রকৌশলী তৈরি করে দেয় বাংলাদেশ। <আফসোস>

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন