সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০১৫

উল্টাপাল্টা ভাবনা

- বাইরে খুব বৃষ্টি হচ্ছে। শরত্‍কালে কি বৃষ্টি হয় নাকি?? কি জানি .....মনটা কেমন যেন হচ্ছে ....

- কেমন করছে মন??

- এলোমেলো ভাবনা ....মন হারিয়ে যেতে চাচ্ছে ....বৃষ্টিতে ভিজতে ইচ্ছে করছে .... কাঁদতে ইচ্ছে হচ্ছে .....

- আর????

- সব কিছু ছেড়ে যেতে ইচ্ছে হচ্ছে ....অনেক দূরে চলে যেতে ....যেখানে কেউ আমাকে পাবে না খুঁজে....

- মায়াবিনী , তুমি যে প্রচন্ড রকম ভালো ....

- এই ভালোর মাঝে থাকতে চাই না। আকাশের মাঝে নিজেকে বিলিয়ে দিতে চাই। যাতে কেউ আমাকে খুঁজে না পায়। বৃষ্টি ...আমায় নিয়ে চলো। ওই যে আসছে .... আমি গেলাম ..বিদায় ....

- না না না না .... তুমি যেও না ..প্লিজ ....

nilanjona neela
21.09.2015

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন