- এই নিয়ে কয়বার পোড়ালে আমার নাম ???
- হিসাব করে দেখিনি ..... তবে যতবার আমাদের ঝগড়া হয় ততবার পোড়ালাম আমার রাগের আগুনে ..... তুই পুড়ছিস আর আমি হাসছিলাম ..... :-P :-P
- হারামি তোরে পাইলে আমি জ্যান্ত পোড়াবো... কইয়া দিলাম .... (>_<)
- আচ্ছা ঠিক আছে পোড়াইস .... তুই যখন আমার গায়ে কেরোসিন ঢেলে দিবি তখন বলবি যে " তোকে আমি ভালোবাসি না ... তোকে আমি ঘৃণা করি " তোর এই কথাগুলো শুনবো আর বলবো যে এইতো আমি তোর ভালোবাসা পেয়ে গেছি ......আমি হাসতে থাকবো আর তুই খালি চেয়ে চেয়ে দেখবি কিন্তু তুই কিছুই বুঝবি না ..... তারপর দিয়াশলাইয়ের আগুন যখন আমার দিকে ছুঁড়ে ফেলবি তখনো আমি হেসে যাবো .... আগুনের লেলিহান শিখায় যখন জ্বলতে থাকবে তখন আমি কাঁদবো আর বলবো যে আমি তোকে ভালোবাসি ..... কিন্তু আফসোস তুই সেটা শুনতে পারবি না ......... আচ্ছা আমাকে জানাইস কবে পুড়াবি আমায় ...এখন যাই বাই।
Nilanjona neela
12.09.2015
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন