___[বিশ্বাস ]
#infected
_____কোন একটা সম্পর্কে বিশ্বাসই সব
____ কারো সাথে সম্পর্ক করা টা একটা দীর্ঘ সময়ের ব্যাপার কিন্তু
তা নষ্ট হতে কিছু মূহুর্তই যথেষ্ঠ।
___ যেমন কারো সাথে অনেক ভালো সম্পর্ক আপনার। সে আপনাকে তার জীবনের চেয়ে বেশী ভালোবাসে! (তার কথা অনুযায়ী)
কিন্তু কোন একটা ভুল বা অবিশ্বাস এর কারণেও সেই সম্পর্ক এক মুহুর্তে ভেঙে যায়। কি আজিব বেপার ভাই।
এই কি তাহলে জীবনের চেয়ে বেশী ভালোবাসার রুপ?!!! ;)
____ আবার দেখুন কোন একটা স্থাপত্য কর্ম সময় সাপেক্ষ ব্যাপার কিন্তু তা ভেঙে যেতে কিন্তু সেই কিছু ক্ষুদ্র সময়ই যথেষ্ট
যেমনঃ সাভারের রানা প্লাজা।
___ তাই আমাদের জীবনের সকল সম্পর্ক গুলো যেন হয় বিশ্বাস পূর্ণ।
কথায় আছে না বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর :)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন