সোমবার, ১৮ আগস্ট, ২০১৪

শোনো মেয়ে , ভালোবাসি , ভালোবাসি , ভালোবাসি , অনেক ভালোবাসি । তুমি কাছে থাকলেও বাসবো , না থাকলেও ।

শোনো মেয়ে , যেখানেই যাও না কেনো ,যার কাছেই
থাকো না কেনো , একটা কথা মনে রেখো ,
নাহ থাক , কষ্ট করে আর মনে রাখতে হবে না । মাথাতেই
রেখো ।
"একটা ছেলে ছিলো , যে তোমাকে , হ্যাঁ তোমাকেই
ভালোবাসতো , বাসে , বাসবে ও । সবচেয়ে বেশী , সবার
চাইতে বেশী ।
শোনো মেয়ে ,
ছেলেটা কাউকে বলে বোঝাতে পারবে না সে কেনো তোমাকেই
ভালোবেসেছিলো , তার কাছে এ প্রশ্নের উত্তর নেই ।
সে নিজেকেও বোঝাতে পারবে না এ কথাটা । ভালো-খারাপ ,
সুন্দর-অসুন্দর দেখে সে ভালো বাসেনি তোমায় ,
ভালোবাসার প্রয়োজনেই সে ভালোবেসে ছিলো । আর
সে বাসবে ও ।
শোনো মেয়ে , ছেলেটা তোমায় ভুলতে পারবে না ।
ভুলে যাওয়া অনেক কঠিন । এতো কঠিন কাজ
সে করতে পারবে না । সে হয়তো আর
কাছে পাবে না কখনো তোমায় , তবে সে শুধুমাত্র তোমার
হয়েই থাকবে । যতোটুকু থাকা যায় ভালোবেসে , তার চাইতেও
বেশী ।
জানো মেয়ে , একা একা হেঁটে ছেলেটা আজ বড্ড ক্লান্ত ,
কেঁদে কেঁদে হয়তো বালিশগুলো আর ভেজায় না সে ,
তবে নিঃশব্দে কাঁদে এখনো ঠিকই , তোমার জন্য
প্রতিটা মুহূর্তে । ছেলেটাকে শাসন করার মতো আর কেউ
নেই ,
তার চোখের সুরমা দেখে কেউ আর বকে না , পাওয়ার
না থাকা সত্ত্বেও চশমা পরা দেখে কেউ আর বিরক্ত হয় না
এখন , শার্টের হাতা ভাজ করতেও বলে না কেউ ।
আচ্ছা মেয়ে , আমাদের পৃথিবীতে এমন কেনো হয়
বলতে পারো ?
যারা ভালোবাসার মানেই বোঝে না তাদের কাছেই
কেনো আমরা ভালোবাসা খুজতে যাই বলতে পারো ?
যে বিশ্বাস ভাঙ্গে , তাকেই কেনো বারবার বিশ্বাস
করি আমরা বলতে পারো ?
হাত ধরে হেঁটে যাওয়া অচেনা দুজন মানুষের
মাঝে কেনো আমাদের খুঁজে ফিরি বলতে পারো ?
পিসি তে রিপিট মোডে বেজে চলা গানের
প্রতিটি শব্দে কেনো সেই মানুষ টাকেই অনুভব
করি বলতে পারো ?
হাসির পেছনে কেনো হাজার কষ্ট লুকোতে হয় বলতে পারো ?
শোনো মেয়ে , ভালো থেকো , ভালোবাসায় থেকো !!!
ছেলেটাকে নিয়ে ভাবতে হবে না আর । সবাই ভাবে ,
ছেলেটা ভালোই আছে ।
আর ছেলেটা দীর্ঘশ্বাস
ফেলতে ফেলতে ভাবে ,ভালোবাসাহীনতায়
,মেয়েটাকে ছাড়া সে সত্যিই ভালো নেই ।
নতুন করে ভালো থাকার উপায় থাকা সত্ত্বেও সে উপায়
খোজে না , সে একা একা ভালো থাকতে চায় না মেয়ে ।
এতোটাই ভালোবাসে সে তোমায় ,কোনো পরিণতি নেই
জেনেও ।
শোনো মেয়ে , ভালোবাসি , ভালোবাসি , ভালোবাসি ,
অনেক ভালোবাসি ।
তুমি কাছে থাকলেও বাসবো , না থাকলেও ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন