২০১৪ সালের এইচ এস সি ও সমমানের পরীক্ষার ফল আগামীকাল (১৩ আগষ্ট,২০১৪) প্রকাশিত হবে। আমরা সবাই চাই আগে আগে ফল পেতে। কিন্তু আমাদের দেশের ইন্টারনেটের যে গতি প্রায়শ দেখা যায় রেজাল্টের দিন শিক্ষা বোডের ওয়েব সাইটে প্রবেশ করা যাচ্ছে না। তাই আমরা ভিন্ন পদ্ধতিতে পরীক্ষার ফল পেতে পারি। আসুন আমরা এবার দেখি কিভাবে আগে আগে পরীক্ষার ফল পেতে পারি।
গতবারের ন্যায় এবারও শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ই-মেইল এর মাধ্যমে ফল পাঠানো হবে। শিক্ষাবোর্ড সমূহের প্রতিটি প্রতিষ্ঠানের জন্য ভিন্ন ভিন্ন ই-মেইল আইডি তৈরী করা হয়েছে।
কোন প্রতিষ্ঠানের ই-মেইল আইডির ধরন হবেঃ
[সংশ্লিষ্ট বোর্ডের নামের ১ম তিন অক্ষর][প্রতিষ্ঠানের EIIN নাম্বার]@educationboard.gov.bd
উদাহরণসরূপঃ ঢাকা বোর্ডের কোন প্রতিষ্ঠানের(শহীদ পুলিশ স্মৃতি কলেজ) EIIN নাম্বার যদি 132127 হয় তবে ঐ প্রতিষ্ঠানের ই-মেইল আইডি হবে dha132127@educationboard.gov.bd এবং পাসওয়ার্ড হবে EIIN নাম্বার অর্থাৎ 132127
উল্লেখ্য, http://www.dshe.gov.bd/EIIN/EIIN.php এখানে ক্লিক করে সারা দেশের সব প্রতিষ্ঠানের EIIN নাম্বার বিভাগ ভিত্তিক ডাউনলোড করা যাবে। না পেলে google এ সার্চ দিন।
ই-মেইলে পরীক্ষার ফলসহ যাবতীয় তথ্যাদি পাওয়ার জন্য নিন্মের ধাপগুলো অনুসরন করতে হবেঃ
প্রথমে http://mail.educationboard.gov.bd/web/ এই ঠিকানায় যান। তারপর Email Address এর ঘরে ই-মেইল আইডি এবং Password এর ঘরে EIIN নাম্বার লিখে Login বাটনে ক্লিক করুন। উক্ত প্রতিষ্ঠানের সম্পূর্ণ Result Sheet টা বের হবে। এরপর CTRL + S চেপে পাতাটি সেভ করুন অথবা Print রেজাল্ট এ ক্লিক করে প্রিন্ট করুন কিংবা Save as PDF করুন।
বিদ্রঃ কোন প্রতিষ্ঠান যদি তাদের পাসওয়ার্ড পরিবর্তন করে ফেলে তাহলে ওই প্রতিষ্ঠানের রেজাল্ট দেখতে পারবেন না। এই ট্রিকসটি শুধু সেইসব প্রতিষ্ঠানের ক্ষেত্রে কাজ করবে যাদের প্রতিষ্ঠানের কম্পিউটার শিক্ষক তাদের পাসওয়ার্ড পরিবর্তন করেন নাই। তাই কেউ কেউ রেজাল্ট এই পদ্ধতিতে নাও পেতে পারেন !
মোবাইলের মাধ্যমে ফল পেতে নিচের নির্দেশনা অনুসরন করুনঃ
HSC (স্পেস) first 3 latter of your board name(স্পেস)Roll No (স্পেস)Passing year
পাঠিয়ে দিন 16222 নাম্বারে
মাদ্রাসা বোর্ডের রেজাল্টঃ
ALIM (স্পেস) MAD (স্পেস) Roll No (স্পেস) Passing year
পাঠিয়ে দিন 16222 নাম্বারে
টেকনিক্যাল বোর্ডের রেজাল্টঃ
HSC (স্পেস) TECH (স্পেস) Roll No(স্পেস)Passing year
পাঠিয়ে দিন 16222 নাম্বারে
মোবাইল রেজিস্ট্রেশন করতেঃ
Reg (স্পেস) HSC(স্পেস) first 3 latter of your Board Name(স্পেস)your Roll Number 2014
পাঠিয়ে দিন 16222 নাম্বারে
আশা করি আমার এই পোষ্টটা ফলপ্রত্যাশীদের কাজে লাগবে।
সবার ভালো ফলের প্রত্যাশায় শেষ করছি।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন