বন্ধু আমার বিড়ি সিগারেট খাইনা।
তাস
খেলতে পারেনা। রেজাল্ট বরাবরই
ভালো।এক
বারে হোমমেড
ছেলে বলতে যা বোঝায় ও
তাই। অনেক
চেস্টা করেছি ওকে বিড়ি খাওয়াতে,
বকেছি,
অপমান করেছি , জোর করেছি সবাই
মিলে তবুও
ওকে বিড়ি খাওয়াতে পারিনি।
বিকেল
থেকে বেশ কয়েকটা কল আসে আমার
ফোনে।
সবাই ওকে খুজছে -
সকালে বাসা থেকে বের
হইছে , ওকে খুজে পাওয়া যাচ্ছে না।
ফোন বন্ধ।
সবাই সন্দেহ করছে মনে হয়
মেয়েটির সাথে ও
পালাইছে। যদিও আমি জানি ও
কখনো এমন
করবে না। তবুও অন্য এক জনের কাছ
থেকে নাম্বার নিয়ে মেয়েকে ফোন
দিলাম
তার ফোন ও বন্ধ। আমারও সন্দেহ
হতে লাগলো।
যেখানে ও যেতে পারে সম্ভাব্য সব
জায়গায়
ফোন দিলাম কেও ওর খোজ
দিতে পারেনা।
এদিকে ওর মা আমাকে ফোন
করে কাদে ,
বাবা অনুরধ করে - ওর ভাই থ্রেড
দেয়।কাছের
বন্ধু হিসেবে তাদের ধারনা অন্তত
আমি সব
জানি।ওকে খুজতে বের হলাম -
রাস্তায় বের
হতেই একটা রিকশার দিকে চোখ
পড়ল। ১
জোড়া কপোত কপোতি রিক্সার হুড
তুলে ,
হাতে হাত রেখে , চোখে চোখ
রেখে গল্প
করছে -- এই মেয়েটিকে আমি চিনি,
আমার বন্ধু
যার কথা রাখার জন্য
বিড়ি খাইনা ,অন্য কোন
মেয়ের দিকে তাকায় না- যে মেয়ের
বেধে দেয়া সূর্যাস্ত আইন মেনে বন্ধু
আমাদের
মায়া ত্যাগ করে সন্ধার আগেই
বাসায় ফেরে -
এইটাই সেই মেয়ে। পাশের
ছেলেটিকে আমি চিনিনা। খারাপ
লাগলো দেখে , খুব খারাপ লাগলো।
নিশ্চিন্ত
হলাম ওরা পালাইনি , কিন্তু ভয়
পাচ্ছিলাম -
আমার বন্ধু আবার উলটা পালটা কিছু
করেনি তো ?
এই
শহরে যেখানে যেখানে আমরা যায়
সব
জায়গায় খুজলাম কিন্তু পেলাম
না ওকে।
সর্বশেষ ঠিকানা শ্মশান ঘাট -
এবার
ওকে পেলাম। ছেলেটা একের পর এক
সিগারেট
টানছে। নাকের পানি , চোখের
পানি এক
হয়ে যাচ্ছে। ওর বাসায় ফোন
দিলাম- বললাম
পাইছি ওকে । একটু পর আসছি।
পাশে বসে আমিও একটা সিগারেট
ধরালাম। ১০
মিনিট কেটে গেল - কোন কথা নেই।
নিরবতা ভাঙলাম -
কবে থেকে ?
- ২ মাস।
ফাইনালি কবে ?
- গত কাল রাতে।
আগে বলিস নি কেন ? তোকে দেখেও
তো বোঝা যায়নি ?
- বললে কি হয়ত। আর বুঝিয়েই
কি লাভ হত।
তোরা শুধু ওকে ভুল বুঝতি, ওকে খারাপ
ভাবতি তাই বলিনি।
আমরা খারাপ ভাব্লেও তো তোকে এখন
এই
অবস্থায় দেখতে হত না - অন্তত
এতটা সেলফিস
তোর কোন বন্ধুই না।
- দোস্ত ও অনেক ভালো মেয়ে -
আমি চাইনা ওকে কেউ খারাপ ভাবুক।
এম্নিতেই ওর জন্য তোদের সাথে খুব
বেশি মিশতে পারিনা।
মেয়েটাকে ভুলে যা - মনে কর
যেটা হইছে ভালো হইছে।
-দোস্ত প্রথম প্রেম ভোলা যায় না।
ভুদায় একটা তুই - ১ম প্রেম বলে কিছু
নেই
দুনিয়ায় - সব ছেলেদের দুর্বল করার
ধান্দা।
একটা মানুষ ৬ বার
সত্যি সত্যি প্রেমে পরতে পারে।
১ম প্রেম
কেও ভুলতে না পারলে দুনিয়ায় কেউ
ব্রেক আপ
করত না। প্রথম প্রেম
হইতেছে আবেগ। আর
আবেগ মানেই ভুল ডিসিশন। নতুন
প্রেম কর -
সাকিবের গার্লফ্রেন্ডের রুম মেট
ফাকা আছে -
আজ রাতেই কাম হইব - কান্দিস
না তুই ।
আমি সাকিব রে ফোন দিচ্ছি।
- কেডা ঐ সাইমন্ডস ? আর আমার
দারা এসব
হবে না - দেখি ও কি করে -
আমাকে ছাড়া কিভাবে থাকে।
আরে পার্লারে গিয়ে চুল
সোজা করে নিবি।
আর সাইমন্ডস এর মত লাগবে না।
মেয়ে টা ভালো।আর কিছুই হবে না -
মেয়েরা ফেরার জন্য যায় না।
ছেলেরা হয়তেছে ওদের কাছে অপশন
এর মত -
বেটার অপশন ওরা কখনো ছারে না -
ভালোবাসা কোন ব্যাপারনা।
দেখিস ও ফিরবে -
আমাকে ছাড়া থাকতে পারবে না।
আমি তো ওকে চিনি।
যদি জানিস ই ও
ফিরবে তাইলে শ্মশানে এসে কাদছিস
কেন?
বিরি খাচ্ছিস কেন ?
- এমনি ইচ্ছা হয়লো তাই।
আর খাবিনা। এটা ভালো জিনিস না।
কেন্সার
হয় এটা খেলে।
- তোরা খাস কেন ?
আমরা ভক্তি দিয়ে বিরি খাই , তোর
মত
মুখে নিয়ে মুখ দিয়েই
ধোয়া ছাড়ি না।
ভক্তি দিয়ে না খেলেই কেন্সার হয়।
- আমিও শিখে যাব। দোস্ত জানিস -
আমি ওকে অনেক ভালবাসি- ওর
সাথে আমার ৫
বছরের সম্পর্ক। কখনো ওকে আমি কষ্ট
দিই নি ।
তোরা তো জানিস
ওকে আমি কতটা ভালবাসি। ও
আমাকে কষ্ট
দিল কেন ?
ও তোকে বোঝেনি -
মেয়েরা সত্যি ভালবাসা বুঝে না।
ওর
থেকে ভালো মেয়ে তুই ডিজারভ
করিস। মন
খারাপ করিস না - বাস - ট্রেন - আর
মেয়ে সব
সময় একটা গেলে আর একটা আসে। আর
দেবদাস
হতে চাইলেও পারবিনা - মদের
যা দাম ।
- তুই ও তো অপেক্ষা করিস। তুহিন
অপেক্ষা করে এখনও । কেন করিস ?
আমরা অপেক্ষা করলেও তোর মত
শ্মশানে এসে কাদি না।
সন্ধ্যা হইলে কিন্তু
এখানে ভুত আসে। চল বাসায় যায়।
৫ বছরের পরিচয়ে একটা মেয়ের জন্য
শ্মশানে এসে কাদছিস - আর তোর
মা বাবা বাসায় বসে কাদছে -- তোর
থেকে এসব আসা করা যায় না। চল
বাসায় চল।
আচ্ছা দোস্ত ছেলে টা কেরে ?
-কোন ছেলেটা ?
যে ছেলের জন্য তোদের ব্রেক আপ।
- না সেরকম কিছুনা। ওর
ফামিলি থেকে ঝামেলা করতেছে -
রিলেশন
থাকলে পড়াশোনা ঠিক মত হয় না।
তাই ও
রিলেশন রাখতে চাই না।
- ও আচ্ছা ।
দোস্তকে বলতে পারিনি রিক্সায়
আমি কি দেখেছি। খারাপ লাগছিল
ওর জন্য।এর
আগে ওকে আমি কখনো কাদতে দেখিনি।
অধিকাংশ মেয়েই ডাল - ভাত আর
বিরিয়ানির পার্থক্য বুঝেনা।তার
হয়ত বুঝেই
না তারা কি চাই।
ভালবাসা টা মনে হয় সব
সময় ভুল মানুষ গুলোই পায়।
বুধবার, ২০ আগস্ট, ২০১৪
ভালবাসা টা মনে হয় সব সময় ভুল মানুষ গুলোই পায়।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন